Home / World / বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট ডাউন

বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট ডাউন

বিবিসি, গার্ডিয়ান, ফিন্যান্সিয়াল টাইমস, ইনডিপেনডেন্ট, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট কিছু সময়ের জন্য ডাউন হয়েছিল। মঙ্গলবার (৮ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ ঘটনা ঘটে। বিবিসি জানায়, সংবাদপত্রসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ওয়েবসাইট সাময়িক সময়ের জন্য প্রায় একই সময় বিকল হয়ে পড়ে। তবে কিছুক্ষণ বন্ধ থাকার পর ওয়েবসাইটগুলো ফের সচল হয়। ডাউন হওয়া সাইটগুলোতে বলা হয়: ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।’

মূলত এসব প্রতিষ্ঠানকে সেবাদানকারী ফাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানিতে সমস্যাটি দেখা দিয়েছিল। ফাস্টলি জানিয়েছে, তাদের সিডিএন-গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে। ফাস্টলির একটি সেবা হলো কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন)। এর মাধ্যমে এক সার্ভার থেকে ওয়েবসাইটের ফাইল সরবরাহ না করে বিশ্বের অনেক দেশে অবস্থিত সার্ভার থেকে সরবরাহ করা হয়। এতে সার্ভার এবং ওয়েবসাইটের ভিজিটরের মধ্যে দূরত্ব কম হওয়ায় ওয়েবসাইট দ্রুত লোড হয়।

About admin

Check Also

Stray Cat Hops Into The Family Car And Decides To Stay With Them Forever

On a busy morning, Melina Marama Waite was on her way to drop her 2 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *